স্টাফ রিপোর্টার: তারা দেবী স্পোর্টস একাডেমির খেলোয়াড়দের সাথে মতবিনিময় ও দর্শনা কাস্টমস কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা।
গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় পান্না সিনেমাহল চত্বরে আয়োজিত খেলোয়াড়দের সাথে মতবিনিময়সভায় প্রধান অতিথি ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা। তারা দেবী স্পোর্টস একাডেমির সমন্বয়কারী মিলন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, ডা. আফসার উদ্দীন কলেজের অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ।
মতবিনিময় শেষে একই মঞ্চে দর্শনা কাস্টমস কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ একটি হারমোনিয়াম প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, উপাধাক্ষ রেজাউল করিম, প্রভাষক এনামুল হক ও রবিউল হক এবং দর্শনা কাস্টমস কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা পারভীনসহ অন্যান্য শিক্ষকম-লি।