দামুড়হুদার হাউলী ইউনিয়নে অবহিতকরণসভায় উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু
(ছবি আছে)
দামুড়হুদা প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে দামুড়হুদার হাউলী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি বছরব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গৃহীত কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ খেলাধুলা, বৃক্ষরোপণ কর্মসূচি, ওয়ার্ড পর্যায়ে সূধিজনদের সাথে জনসচেতনতামূলক আলোচনাসভা, ইউনিয়নের হাট-বাজারসহ প্রতিটি সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন স্থাপন, বিভিন্ন বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, ১৫ দিন অন্তর প্রতিটি হাট-বাজার পরিষ্কার, প্রতিটি সড়কের ঝোপ-ঝাড় ও আবর্জনা পরিষ্কার, ডিজিটাল সেবা কার্যক্রম সম্পর্কে স্কুল ও কলেজ পর্যায়ে মাসব্যাপী প্রচার-প্রচারণা ও সেবা প্রদান, শ্রেষ্ঠ আঙিনা পরিষ্কারকারীকে পুরস্কার প্রদান, প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টি, মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে স্যানেটারি বিষয়ক স্বাস্থ্যসেবা প্রদানসহ ইউনিয়নের ১৬জন বীর মুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরণ। পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর শীর্ষক শিরোনামে কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউপি হলরুমে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাউলী ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীন। প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে হাউলী ইউনিয়নের ১৬জন বীর মুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরণ করা হবে। এছাড়া ইউনিয়নের সকল প্রতিষ্ঠান ও হাট-বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে। ডুগডুগি পশুহাটটি যাতে সড়কের ওপর না বসতে পারে সে জন্য প্রধান সড়কের পাশে মোটা পাইপ দিয়ে ঘিরে দেয়া হবে। মুজিববর্ষে বেশকিছু দৃশ্যমান কার্যক্রম করা হবে বলেও জানান তিনি। হাউলী ইউপি সচিব শাহাবুবুবর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সেলিম রেজা, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, সহসভাপতি নূরুল ইসলাম প্রমুখ। সভায় ইউপি সদস্যগণ, স্থানীয় সূধিজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কাজী, ইমাম, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।