ভালাইপুর প্রতিনিধি: ভালাইপুর সাংবাদিক ইউনিটের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর কার্যালয়ে পৌরসভার পক্ষ থেকেও সাংবাদিক ইউনিটকে অভিনন্দন জানানো হয়। এসময় পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, ভুলের ঊর্ধ্বে কেউ নয়, যে কাজ করে তার ভুল হতেই পারে, আমি চাই আপনারা আমার ভুলগুলো যেমন সুধরে দিতে পারেন, তেমনি ভালো কাজগুলোও পৌরসভাসহ জেলাবাসীর কাছে তুলে ধরতে পারেন। পবিত্র পেশাটাকে পবিত্র রেখে সততার সাথে সংবাদ পরিবেশন করার আহ্বান জানান তিনি। এদিকে ভালাইপুর সাংবাদিক ইউনিটের পক্ষ থেকে রাত ৯টার দিকে জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার ও যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জেলা যুবলীগের পক্ষ থেকেও ভালাইপুর সাংবাদিক ইউনিটকে অভিনন্দন জানানো হয়েছে। অভিনন্দন জানাতে যেয়ে জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, সাংবাদিক একটা মহান পেশা, একজন সাংবাদিকের লিখনির মাধ্যমে সমাজের ভালো কাজ করা ব্যক্তিকে জেলাসহ দেশের মানুষের কাছে পরিচিত লাভ করাতে পারে, তেমনই একজন সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি অসত কাজ করলে আপনাদের লিখনির মাধ্যমে জেলা তথা দেশের মানুষের কাছে খারাপ মানুষ হিসেবে পরিচিতি করে দিতে পারেন। সাংবাদিক ইউনিটের সকলকে ভয়ভীতি উপেক্ষা করে বস্তুনিষ্ট সংবাদ লেখার আহ্বান জানান তিনি।