আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার শালিকায় অগ্নিকা-ে ভস্মীভূত হওয়া পান ক্ষেত পরিদর্শন করেছেন গাংনী ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা আসমানখালী শালিকা গ্রামের পূর্বপাড়ার মাঠে অগ্নিকা-ে পুড়ে যাওয়া পান বরজ পরিদর্শন করেন তিনি। এসময় পানচাষিদের পাশে দাঁড়িয়ে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের কাছ থেকে সহযোগিতা দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এসময় গাংনী ইউনিয়ন আ.লীগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু বলেন, আমাদের এ চুয়াডাঙ্গা জেলা সর্বোচ্চ পান চাষ থেকে আয় হয়ে থাকে। তবে এ পান বরজে আগুন লাগাটা খুবই দুঃখজনক। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুজিবুল হক মুন্সী, আসমানখালী পুলিশ ক্যাম্প প্রশাসন কদর আলী, গাংনী ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা কামরুজ্জামান, হামিদুল ইসলাম, ইউপি সদস্য আতিউর রহমান, দেলোয়ার হোসেন, নওশাদ আলী, মন্টু হোসেন, তারেক রহমান, পলাশ আলী, আব্দুল মজিদ, তাসাবুল ইসলাম, লাভলু মিয়া, শুকুর আলী, কামরান আলী, ওমর আলীসহ বিভিন্ন কৃষকরা।