মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সরকারি শিশু পরিবারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার, কম্পিউটার ল্যাবের উদ্বোধন এবং নিবাসীদের মাঝে মেধাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শহরের ওয়াপদা মোড়ে শিশু পরিবার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আতাউল গনি। প্রধান অতিথি ছিলেনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম আলী, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) শেখ জাহিদুল ইসলাম (পিপিএম), সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, মেহেরপুর গোয়েন্দা সংস্থার উপপরিচালক ইমদাদুল হক প্রমুখ। স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কাজী কাদের মো. ফজলে রাব্বি। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সমাজনেবার কর্মকর্তা মুহা. আলমগীর হোসেন।
‘শেখ হাসিনার হাতটি ধরে, পথের শিশু যাবে ঘরে’ এই সেøাগানকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে শিশু পরিবারে নিবাসী মেধাবী ১৬জন শিক্ষার্থীদের মাঝে চেক প্রদান এবং দুজন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার তুলে দেন জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।