স্টাফ রিপোর্টার: আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে সন্ধ্যার পরে দলীয় কার্যালয় থেকে জেলা শহরে একটি আনন্দ মিছিল বের করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। মিছিলটির নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা মোড়ে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্থায়ী নির্ধারিত স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. সাহাবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক বর্তমান সুযোগ্য সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহ-সম্পাদক বাপ্পি, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, অয়ন হাসান জোয়ার্দ্দার। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগ নেতা শাকিল আহম্মেদ জিম, অন্যতম ছাত্র নেতা সোয়েব রিগান, তরুন ছাত্রনেতা পাভেল, স্বাধীন, মিরাজ, মেশা, হারুন, আফরিজ, সোহেল, পৌর ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম রানা, ফিরোজ, রাব্বি, ইমন, হিরক, সোহাগ, আকাশ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক ওয়াসি হাসান রাজিব, মিন্টু, দফতর সম্পাদক নোমান, মিঠুন, টোকন, মোমিন, সাইফুল, রকি, শাকিল, রোকন, শাওন, আরিফ, উজ্জল, সদর থানা ছাত্রলীগ নেতা রেদওয়ান আহম্মেদ রানাসহ সরকারি কলেজ, পৌর, থানা ও জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। অনুষ্ঠান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মেহেদী হাসান হিমেল মল্লিক।