চুয়াডাঙ্গার বোয়ালমারীতে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও সনদপত্র প্রদান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বোয়ালমারীতে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টায় বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান। প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহবুবুর রহমান জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ’র সিনিয়র উপ পরিচালক মাসুদুর রহমান জোয়ার্দ্দার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল্লাহ আল মামুন, নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুল গফুর। আরও উপস্থিত ছিলেন কুদরত-ই খোদা, জিনাতারা ও মাজেদা বেগম।অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন স্কুলছাত্র রাশেদ। যেসব রতœগর্ভ মায়েদের মৃত্যু হয়েছে তাদের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। এবার রতœগর্ভ মায়েদের পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন পিরোজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিম মাহমুদ টুটুল। ২০১২ সাল থেকে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষকম-লী এবং এলাকাবাসী এ বৃত্তি প্রদান করে আসছে। অনুষ্ঠানে ২৫ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তির অর্থ, সনদ ও বই-খাতা প্রদান করা হয়।

প্রধান অতিথি বলেন, তোমরা লেখাপড়া ভালো করো তাহলে তোমাদের মধ্য থেকেই সচিব, জজ, ডাক্তার ,রাজনীতিবিদ এলাকাবাসী পাবে।