আলমডাঙ্গা ব্যুরো: গ্রেফতারের ২৪ ঘণ্টা পর তালিকাভূক্ত দুই মাদকব্যবসায়ীকে থানা পুলিশ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার দিনগত রাতে আলমডাঙ্গার হাটবোয়ালিয়া ফাঁড়ি পুলিশের আইসি এসআই বজলুর রশিদ ও এএসআই আসাদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোড়ভাঙ্গা গ্রামের চিহ্নিত ২ মাদকব্যবসায়ীকে আটক করে। এরা হলো মোড়ভাঙ্গার শরিফের ছেলে আরিফ (৩০) ও একই গ্রামের রমজান আলীর ছেলে সোহরাব ওরফে ছোট বাবু (৩১)। এদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং তারা তালিকাভুক্ত মাদকব্যবসায়ী। গ্রেফতারের পর তাদেরকে আলমডাঙ্গা থানায় নিয়ে যাওয়া হয়। গতকাল সারাদিনই থানা হাজতে রাখা হয়। পরে গতকাল মঙ্গলবার দিনগত রাত ৯টার পর তাদেরকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে।
এসআই বজলুর রশিদ জানান, তাদেরকে গভীর রাতে গ্রেফতার করা হয়েছিলো। তাদের নামে মাদক মামলা রয়েছে। থানায় পাঠিয়েছি। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে ব্যবস্থা নেবেন। তাদের দেয়া তথ্য নিয়ে অথবা তাকে নিয়ে পরবর্তীতে থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চালানো হতে পারে।