পৃথক ৩টি স্থানে ৫ মাদককারবারি গ্রেফতার : ফেনসিডিল উদ্ধার

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে আইনশৃঙ্খলা বাহিনী ৫ জনকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার পৃথক ৩টি স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহ ডিবি পুলিশ হলিধানী বাজারে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে চুয়াডাঙ্গার বেগমপুর কলোনিপাড়ার আমিনুল ও মিলনকে ৭৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। অপরদিকে দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ফাঁড়ি পুলিশের অভিযানে ৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয় কুতুবপুরের আলাকে। এছাড়াও জীবননগর থানা পুলিশ উপজেলার পাঁকায় ২৪০ বোতল ফেনসিডিলসহ ওই গ্রামের আল আমিন ও রনিকে গ্রেফতার করে।
বেগমপুর প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহ ডিবি পুলিশ হলিধানী বাজারে একটি যাত্রীবাহী বাসে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ফেনসিডিলসহ চুয়াডাঙ্গার বেগমপুর কলোনিপাড়ার আমিনুল রহমান ও মিলন হোসেনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মালামালসহ আদালতে সোপর্দ করেছে পুলিশ। ঝিনাইদহ জেলা ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেনের নির্দেশে এসআই আলিম হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমাবার দুপুর ১টার দিকে ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান চালায় হলিধানী বাজারে। এ সময় চুয়াডাঙ্গা-ফরিদপুরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে একটি ব্যাগসহ চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বেগমপুর কলোনিপাড়ার মৃত চাঁদ শেখের ছেলে আমিনুল রহমান (৩০) ও আব্দুল কুদ্দুসের ছেলে মিলন হোসেনকে (২৩) গ্রেফতার করে। এ সময় পুলিশ তাদের ব্যাগ থেকে ৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় এসআই আলিম বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মালামালসহ ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী অভিযানে কুতুবপুরের আলাকে ফেনসিডিলসহ আটক করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় উপজেলার কুতুবপুর মাঝপাড়া থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায় দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই সাইফুল ইসলাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের মাহির উদ্দিনের ছেলে আলাউদ্দিন আলাকে (৪৫) কুতুবপুর মাঝপাড়ায় ফেনসিডিল বেচাকেনা করছে। এ সংবাদ পেয়ে এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ৭ বোতল ফেনসিডিল উদ্ধারসহ আলাকে আটক করতে সক্ষম হয়। কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই সাইফুল ইসলাম জানান, আলার বিরুদ্ধে আমাদের কাছে মাদকের অভিযোগ ছিলো। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় সোপর্দসহ মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।
জীবননগর ব্যুরো/আন্দুলবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, জীবননগর থানা পুলিশ উপজেলার পাঁকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। অভিযানকালে ২৪০ বোতল ফেনসিডিলসহ ওই গ্রামের আল আমিন (২৬) ও রনি হোসেনকে (২০) আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
জীবননগর থানা সূত্রে জানা যায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোর্সের মাধ্যমে খবর পান উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের পাঁকা গ্রামে দু’মাদক ব্যাবসায়ী মাদক নিয়ে অপেক্ষা করছে। খবরের ভিত্তিতে তিনি থানার এএসআই বাদশা আলমগীর ও এএসআই নূর হোসেনকে সঙ্গে নিয়ে দুপুরে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পাঁকা গ্রাম হতে ওই গ্রামের জামাত আলীর ছেলে মাদক ব্যবসায়ী আল আমিন ও রায়পুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রাজ্জাক আলীর ছেলে রনিকে আটক করে। আটকৃতদের নিকট থেকে ২৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
থানা ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ সাংবাদিকদের জানিয়েছেন, আটক দু’মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি জানান, মাদক নির্মূলে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেয়া হয়েছে।