ভ্যান চালকের পাকা ঘরের ভিত্তি স্থাপন

ঝিনাইদহের ৩নং সাগান্না ইউনিয়নে টিয়ার প্রকল্পের
অর্থায়নে
গিয়াস উদ্দীন সেতু: ঝিনাইদহের ৩নং সাগান্না ইউনিয়নের নাদকু-ু গ্রামের অসহায় ভ্যানচালক আব্দুর সাত্তার পেলেন টিয়ার প্রকল্পের অর্থায়নে পাকাঘর। এ ঘরের ভিত্তি স্থাপন করেন সাগান্না ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আল-মামুন। এসময় উপস্থিত ছিলেন নাদকু-ু ওয়ার্ড মেম্বার রবিউল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরুন মিয়া, সাবেক মেম্বার জিন্দার আলী, ওলিয়ার রহমান প্রমুখ।
সরেজমিনে দেখা গেছে, এখনো আসমানিদের মতো করে বাস করা আব্দুর সাত্তারের পরিবার। সরকারের এ মহৎ কাজের জন্য গরিব আব্দুর সাত্তার ও তার স্ত্রী ছকিনা বানু দোয়া করেন। গ্রামের প্রবীণ মানুষ জিন্দার মেম্বার বলেন, চেয়ারম্যানকে ধন্যবাদ সঠিকভাবে বাছাই করে প্রকৃত পাওনাদারকে এ প্রকল্পের টাকায় ঘর করে দেয়া।