ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে কৃষক সবুজ হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে দামুড়হুদার গোপালপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মোবাইল ট্র্যাকিং করে সবুজ হত্যা মামলার দুই আসামির অবস্থান শনাক্ত করে তারা। পরে সে মোতাবেক অভিযান চালিয়ে গোপালপুর গ্রামের একটি বাড়ি থেকে ২নং তছির ম-ল ও ৪নং আসামি মজিদ ম-লকে গ্রেফতার করা হয়। গত বৃহস্পতিবার ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে সদর উপজেলার মুরারীদহ গ্রামের কৃষক সবুজ হোসেনকে কুপিয়ে হত্যা করে একই প্রতিবেশী মজিদসহ আরও কয়েকজন। এ ঘটনায় পরদিন নিহতের পিতা ফজলুর রহমান বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।