চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির ব্যাডমিন্টন  প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনািষ্ঠত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার রাত ৯টায় জেলা আইনজীবী সমিতির হলরুমে এ পুরস্কার বিতরণ করা হয়। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় এ গ্রুপে ফজলে রাব্বী সাগর ও নাজমুল হাসান লাভলু চ্যাম্পিয়ন এবং নাজমুল আহসান ও মেহেদী হাসান নয়ন রানার্সআপ হন। বি-গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন শাহজামাল ও আহমেদ পাশা এবং তালিম হোসেন ও আফজাললুল হক রানার্স হয়েছেন। জেলা আইনজীবী সমিতির সহসভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি বারের সাধারণ সম্পাদক আবুল বাশার, সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান, সাবেক সম্পাদক শামীম রেজা ডালিম এবং আয়োজক সাবেক সভাপতি আলমগীর হোসেন বক্তব্য রাখেন। অপর আয়োজক সাবেক সভাপতি এমএম শাহজাহান মুকুলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে এ-গ্রুপের চ্যাম্পিয়ন ফজলে রাব্বী সাগর ও বি-গ্রুপের চ্যাম্পিয়ন শাহজামাল বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন আকসিজুল ইসলাম রতন। এর আগে জেলা আইনজীবী সমিতির ব্যাডমিন্টন গ্রাউন্ডে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, খেলাধুলায় জয়-পরাজয় থাকবে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলই ভালো খেলা উপহার দিয়েছে। আগামীতে আন্তঃজেলা বার ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে।