আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা বাদেমাজু গ্রামের নানা অপকর্মের হোতা ফরহাদ আলীকে অন্যের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় গ্রামবাসী ধরে পুলিশে দিয়েছে। গত রোববার রাতে তাকে বাদেমাজু গ্রামবাসী তাকে ধরে থানা পুলিশের হাতে তুলে দেয়।
জানা গেছে, উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের আব্দুর জব্বারের ছেলে নানা অপকর্মের হোতা ফরহাদ আলী। ফরহাদের নামে এলাকায় নারী কেলেঙ্কারী থেকে শুরু করে মানুষের জমি জাল করে রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগ আছে। সম্প্রতি আনন্দধাম এলাকার খালেক আলীর স্ত্রী ২ সন্তানের জননীর সাথে দীর্ঘদিন পরকীয়ায় খালেকের টাকা পয়সা ও স্ত্রীকে ভাগিয়ে নিয়ে চলে যায়। এ ঘটনায় গত রোববার রাতে বাদেমাজু গ্রামের লোকজন তাকে ধরে আলমডাঙ্গা থানা পুলিশের হাতে তুলে দেয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হতে পারে।