স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা পরিষদের ৭জন সদস্য। গতকাল রোববার দুপুরে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় চেয়ারম্যানের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
সৌজন্য সাক্ষাৎকালে জেলা পরিষদ সদ্য শহিদুল ইসলাম সাহান, মাহবুবুর রহমান মোল্লা, খলিলুর রহমান, আসাবুল হক, নুরুন্নাহার কাকলী, হাছিনা খাতুন ও মিতা খাতুন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন হার্টের সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি ভারতে দিল্লির একটি হাসপাতালে তার অপারেশন সম্পন্ন হয় এবং তিনি অতিসম্প্রতি দেশে ফিরেছেন। সেজন্য সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। তার পুরোপুরি সুস্থ হতে আরও দুই সপ্তাহ সময় লাগবে বলে জানা যায়।