দর্শনার আরও এক পরিবারের মাদক ছাড়ার শপথ

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার দর্শনা দক্ষিণচাঁদপুর টাওয়ারপাড়ার আমিরুল ইসলামের বিরুদ্ধে মাদক মামলার সংখ্যা ১০টি। আর তার স্ত্রী রাশিদা খাতুনের বিরুদ্ধে মামলার সংখ্যা ৭টি। এতোগুলো মামলায় জড়ানোর পর শেষ পর্যন্ত শুভবুদ্ধির উদয় হয়েছে। সুধরে স্বাভাবিক জীবনে ফেরার লক্ষ্যে আর কোনোদিন মাদকব্যবসা করবো না বলে শপথ করেছেন তারা। গতকাল রোববার চুয়াডাঙ্গা পুলিশ সুপারের দফতরে হাজির হয়ে এ দম্পতি তাদের সন্তানের মাথায় হাত দিয়ে মাদককে না বলেছে। গতপরশু আরও এক মাদককারবারি সন্তানের মাথায় হাত দিয়ে মাদক না ছোঁয়ার অঙ্গীকার করে।
জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণচাঁদপুরের টাওয়ারপাড়ার মৃত ফরজ আলীর ছেলে আমিরুল ইসলাম (৪২) ও তার স্ত্রী রাশিদা খাতুন (৩৮) গতকাল রোববার চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হয়ে সন্তানের মাথায় হাত দিয়ে মাদক ব্যবসা আর না করার শপথ করেন। পুলিশের তরফে বলা হয়, জেলা পুলিশ শুধু গ্রেফতার বা সাজা নিশ্চিত করতে চায় না। ক্ষেত্র বিশেষ প্রেক্ষাপট বিবেচনায় নতুনভাবে স্বাভাবিক পারিবারিক জীবনে ফেরানো ও পুনর্বাসনের কার্যক্রমও গ্রহণ করেছে। এ সুযোগ গ্রহণে আগ্রহীরা আত্মসমর্পণের সুযোগ নিতে পারে। সুধরে শপথ করে সুপথে ফেরার আগ্রহীদের সুযোগ দেয়া হলেও তাদের পরবর্তী কার্যক্রম যথাযথভাবে পর্যবেক্ষণ করা হবে। কেউ অঙ্গীকার ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে পুলিশ।