স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা কয়রাডাঙ্গার দিনমজুর হোসেন আলী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের আব্দুল লতিফের ছেলে হোসেন আলী একজন দিনমজুর। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে গ্রামেরই পার্শ্ববর্তী মাঠ থেকে বাড়ি ফিরছিলেন তিনি। কয়রাডাঙ্গা বড়ব্রিজ নামক স্থানে পৌঁছুলে পেছন দিক থেকে আসা আলমসাধু তাকে ধাক্কা দিলে তিনি আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।