জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করলো দিশারী

 

আলমডাঙ্গা ব্যুরো: শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য আলমডাঙ্গার পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয় ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রম দ্বারা পরিচালিত ‘দিশারী’ নামের সংগঠন এ সংক্রান্ত আলোচনাসভা ও মাস্ক প্রদান করেছে।

এ সময় শতাধিক শিক্ষার্থীর মধ্যে মাস্ক বিতরণ করে সংগঠনটি। ধুলা, ধোঁয়া, শীত ও মৌসুমী জলবায়ু সংক্রান্ত ভাইরাসজনিত রোগ থেকে বাঁচতে এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসংক্রান্ত সচেতনতা ও অনুপ্রেরণা প্রদান করতে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

কর্মসূচির উদ্যোক্তাদের প্রশংসা ও ধন্যবাদ জানিয়ে রফিকুল ইসলাম বলেন, এ ধরনের কর্মকা-ের ফলে আমাদের শিক্ষার্থীরা সচেতন হবে। এছাড়া তাদের অনুপ্রেরণার গল্পে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার সদর্থকবোধ জাগ্রত হবে। আশা করছি, তাদের এ সেবামূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির শিক্ষক আশহাদ মাহফুজ, দিশারীর যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আফরিক হাসান, আমির হামজা, অর্থ সম্পাদক সাঈফ মাহমুদ প্রমুখ।