স্টাফ রিপোর্টার: শ্যালোইঞ্জিনচালিত আলমসাধু দুর্ঘটনায় চুয়াডাঙ্গা জেলা সদরের নেহালপুরের গৃহবধূ রেশমা খাতুন (৩২) রক্তাক্ত জখম হয়েছেন। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে নেহালপুর থেকে পিতার বাড়ি বোয়ালিয়ার উদ্দেশে রওনা হয়ে পথিমধ্যে দুর্ঘটনার শিকার হন তিনি। বোয়ালিয়ায় দুটি আলমসাধুর ধাক্কায় তিনি আছড়ে পড়ে রক্তাক্ত আহত হন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নেহালপুর গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী।