অসহায় হতদরিদ্র ক্যান্সার, কিডনি ও প্যারালাইসিস রোগিদের হাতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা সহযোগিতার চেক ও শীতবস্ত্র বিতরণ এবং ঈদগার ভিত্তি প্রস্তুর উদ্বোধন
আলমডাঙ্গা ব্যুরো: নিজ গ্রাম আলমডাঙ্গার বলরামপুরে দরিদ্র রোগীদের মাঝে চিকিৎসা সহযোগিতার চেক ও কম্বল বিতরণ করলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তিনি গতকাল ৭ ফেব্রুয়ারি ৯ম বারের মতো এলাকার অসহায় হতদরিদ্র ক্যান্সার, কিডনি ও প্যারালাইসিস রোগীদের হাতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা সহযোগিতার চেক ও শীতবস্ত্র তুলে দেন।
বলরামপুর ঈদগাহ কমিটির সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) গাজী শামীমুর রহমান, পুলিশ পরিদর্শক (অপারেশন) স্বপন কুমার দাস, উপসচিবের পিতা মজিবর রহমান, উপসচিব সহোদর পুলিশ পরিদর্শক হালিমুর রহমান বাবু, উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দীন।
বলরামপুর ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক জালাল উদ্দীনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন অগ্নিসেনা খ্যাত মুক্তিযোদ্ধা মঈনুদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগ আহ্বায়ক আহসান উল্লাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক মেম্বার, আজিজুল হক মার্সেল, ইয়াকুব ম-ল, শামীম হোসেন সেন্টু, আকরাম হোসেন, আব্দুল ওহাব, মিজানুর রহমান, শাহাবুল ইসলাম, সুজা উদ্দীন প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন, বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের উচিত যার যার অবস্থান থেকে তাকে সহযোগিতা করা। দেশের উন্নয়নে সহযোগিতার মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীর উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। আমাদের মধ্যে যাদের সামর্থ আছে তাদেরকে নিজের জন্মস্থানের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি নিজ গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক, রাস্তার উন্নয়ন ও উপজেলার প্রত্যেক গ্রামকে মডেল গ্রাম হিসেবে রূপান্তরে গড়ে তুলতে ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে পরিশ্রম করে দেশকে মধ্য আয়ের দেশে পরিণত করেছেন। বাংলাদেশের মতো দেশের সরকারের একার পক্ষে রাতারাতি সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। এজন্য সমাজের সক্ষম ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। নিজ নিজ এলাকার মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করতে হবে। উপসচিব আমিনুর রহমানের মতো এলাকাবাসীর কল্যাণে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। হতদরিদ্র মানুষের মানবিক আবেদনে সাড়া দিতে হবে।
একই দিনে উপসচিবের পিতা মজিবর রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমান, বলরামপুর ঈদগাহ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থরের শুভ উদ্বোধন করেন। ঈদগাহ কমিটির সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) গাজী শামীমুর রহমান, পুলিশ পরিদর্শক (অপারেশন) স্বপন কুমার দাস, উপসচিবের পিতা মজিবর রহমান, উপসচিব সহোদর পুলিশ পরিদর্শক হালিমুর রহমান বাবু, উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দীন প্রমুখ।