ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ছাগলে ক্ষেত খাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় সবুজ মিয়া (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে আরও পাঁচজন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে বলে পুলিশ জানিয়েছে। আহতরা হলেন ফজলুর রহমানের স্ত্রী আমেনা বেগম, ছোট ছেলে শাকিল ও একই গ্রামের রানাসহ পাঁচজন।
সকালে মুরারীদহ গ্রামের মাঠে সবুজ মিয়ার ক্ষেতের কিছু সবজি গাছ খেয়ে ফেলে একই গ্রামের মজিদুল ইসলামের ছাগল। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়ভাবে তা মিমাংসা হলেও বিকেলে মাঠে কাজ করতে যায় নিহত সবুজ ও তার চাচাতো ভাই রানা। এ সময় প্রতিপক্ষের মজিদ ও কয়েকজন মিলে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে তাদের কুপিয়ে ও পিটিয়ে জখম করে। তাদের চিৎকারে সবুজের ছোট ভাই শাকিল ও মা আমেনা বেগম ছুটে এলে তাদেরও কুপিয়ে পিটিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সবুজ মিয়া মারা যান।
ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।