বিক্ষোভ সমাবেশ ও দোয়া মাহফিলের প্রস্তুতিমূলকসভা করেছে জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপাাসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অসংবিধানিকভাবে কারাগারে আটকে রাখার দুই বছর পূর্তি উপলক্ষে বিক্ষোভ সমাবেশ ও দোয়া মাহফিলের আগাম প্রস্তুতিমূলকসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চুয়াডাঙ্গা জেলা কমিটি। গতকাল বৃস্পতিবার বেলা ২টায় কেদারগঞ্জস্থ চুয়াডাঙ্গা জেলা মৎস্যজীবী দলের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা মৎস্যজীবী দলের আহŸায়ক ও কেন্দ্রীয় সদস্য এবং জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক আবু বকর সিদ্দিক বকুল।
এক প্রেসবিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানিয়ে বলা হয়েছে, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহŸায়ক মশিউর রহমান বাবুর সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহŸায়ক লুৎফর রহমান, জেলা ১নং সদস্য ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আরশেদ আলী কালু, মোজাম্মেল হক বিশ্বাস, সদর থানার আহŸায়ক সাজেবার রহমান, যুগ্ম আহŸায়ক আবু সালেহ মেম্বার, রুহুল কবির পচা, সদর পৌর আহŸায়ক নূর ইসলাম বুদো, ১নং যুগ্ম আহŸায়ক আব্দুল হাকিম, আবুল বাসার, আকবর আলী, আলমডাঙ্গা থানা নেতা আব্দুর রশিদ হেবা, ওহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, তোফায়েল হোসেন, দামুড়হুদা থানা আহŸায়ক পিয়ার মোহাম্মদ, ১নং যুগ্ম আহŸায়ক খলিলুর রহমান, মোমিনুর রহমান, সুরুজ মিয়া, দর্শনা পৌর আহŸায়ক বদরুল আলম চৌধুরী, যুগ্ম আহŸায়ক হারেজ উদ্দীন ডাবলু, জীবননগর থানা যুগ্ম আহŸায়ক নূর মোহাম্মদ, পৌর আহŸায়ক ছানোয়ার হোসেন ও মশিউর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা নেতা আতিয়ার রহমান, আনোয়ার হোসেন, টুটুল শাহ, আলাউদ্দীন, রহিদুল ইসলাম, শহীদ হোসেন, আল-মামুন রানা, সিদ্দিকুর রহমান, উজ্জ্বল হোসেন, আফাজ উদ্দীন, মতিয়ার রহমান, নূর ইসলাম, মোবারক হোসেন, আল মামুন, আব্দুর রহিম, সাইদুল, সুরুজ, জসিম, সাজ্জাদ, মুনসুর মোল্লা, টেংরা মিয়া, আতিয়ার, রমজান, অমিও, আব্দুল মালেকসহ জেলা, উপজেলা, থানা ও বিভিন্ন ইউনিয়নকমিটি নেতৃবৃন্দ।
আলোচনাসভায় সর্বসম্মতিক্রমে আগামী কেন্দ্র ঘোষিত কর্মসূচি শনিবার বিকেল ৩টায় জেলা কার্যালয়ে পালন করার সিদ্ধান্ত নেয়া হয়। প্রকাশ থাকে যে, সবাইকে দলের চেইন অব কমান্ড মেনে চলতে হবে, যদি জেলা বিএনপি এক কাতারে দাঁড়াই অনুষ্ঠান করে, তাহলে এ সিদ্ধান্তের পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি।