ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন

 

স্টাফ রিপোর্টার: সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। তার নাম অভিষেক দে দ্বীপ। তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রণজিৎ সরকারের অনুসারী। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রাত ১০টার দিকে টিলাগড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একদল যুবক দ্বীপের ওপর হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিয়ে শহরের অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।