বাবাকে নিয়ে গল্প লিখলো সাকিবের মেয়ে

 

স্টাফ রিপোর্টার: সাকিব আল হাসানকে পছন্দ করেন? এ প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ বা ‘না’ দুটোই হতে পারে। বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার হলেও দর্শকের ভালোবাসা সব সময় জোটে না তার। ওদিকে সবে পাঁচে পা রাখা আলায়নাকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না কোথাও। জনপ্রিয়তার দিক থেকে সাকিবের চেয়েও যেন অনেক অনেক এগিয়ে সে। এতে অবশ্য সাকিবের তৃপ্তি পাওয়ার কথা। তার মেয়ে শুধু দর্শক নয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসাও আদায় করে নিয়েছে। বাবার মতো ক্রীড়াবিদ হতে পারবে কি না আলায়না, সেটা সময় বলে দেবে। তবে প্রতিভাবান বাবার মেয়ে কিন্তু এর মাঝেই প্রতিভা দেখিয়ে দিচ্ছে। বিদ্যালয়ে বাবাকে নিয়ে একটি ছবি এঁকেছে আলায়না। সে সঙ্গে একটি গল্পও লিখেছে। কন্যার সে প্রতিভা সবাইকে দেখিয়েছেন গর্বিত বাবা সাকিব। সেখানে দেখা যাচ্ছে, নীল ও লাল রঙে রাঙা একটি কাগজ। লাল একটি জামার চারপাশে গাড় নীল রং। সেই ছবি একটি গল্প বলছে। গল্পের নামও আছে। সে গল্পের নাম ‘আমার বাবা’। সে গল্পে আলায়না লিখেছে, ‘আমি পানিতে সাঁতার কাটছিলাম। খুব মজা হচ্ছিলো। কিন্তু যখন গভীর পানিতে গেলাম, তখন খুব ভয় করছিলো। আমি অনেক গভীরে ডুবে গেলাম। খুব ভয় পাচ্ছিলাম। আমার বাবা আমাকে সাহায্য করলো। আমি তাকে ভালোবাসি। আমার খুব আনন্দ হয়েছিলো।’