কার্পাসডাঙ্গা প্রতিনিধি: মানবতার, প্রেমের, সাম্যবাদের, বিদ্রোহী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭তম মৃত্যুবার্ষিকী ছিলো গতকাল মঙ্গলবার। এ লক্ষ্যে কার্পাসডাঙ্গায় আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দামুড়হুদা উপজেলা প্রসাশনের আয়োজনে মঙ্গলবার বিকেলে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত আলোচনাসভার সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আবুল কাশেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ হোসেন। উপস্থিত থেকে আলোচনা করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আ. গফুর, মাও. নুরুল আমীন, গোলাম ইউসুফ, হায়দার আলী, কাউসার আলী, পুরোহিত ডেভিড মৃধা, পালক দমিনিক মণ্ডল, আফাজ উদ্দিন, আহম্মদ আলী, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।