জীবননগর ব্যুরো: জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের আকুন্দবাড়িয়ায় অবরোধে গন্তব্যস্থলে দ্রুতপৌঁছাতে বেপরোয়া গতিতে ধাবমান একটি ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো করিমনচালক জনির। গতকাল বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটার পর যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জনি (২৬) জীবননগর উপজেলার বাঁকা নওদাপাড়ার আব্দুল লতিফের ছেলে।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার বাঁকা গ্রামের করিমনচালক জনি করিমন নিয়ে গতকাল বিকেলে দর্শনা থেকে জীবননগরে যাচ্ছিলেন। এসময় জীবননগরের দিক থেকে দ্রুতগতিতে ধাবমান একটি ট্রাক তার করিমনকে ধাক্কা দিলে করিমনটি দুর্ঘটনায় পতিত হয়। এতে করিমনচালক জনি মারাত্মকভাবে আহত হন। পথচারীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে ভর্তির পর পরই জনির মৃত্যু হয়।