কুষ্টিয়ায় রহিমা আফসার ব্যাডমিন্টনে চুয়াডাঙ্গা পৌরসভা চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ায় রহিমা আফসার স্মৃতি ব্যাড মিন্টন টুর্নামেন্টে চুয়াডাঙ্গা পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বুধবার রাতে অনুষ্ঠিত খেলায় কুষ্টিয়া সততা কসমেটিককে হারিয়ে চুয়াডাঙ্গা পৌরসভা এ জয় পায়। বাংলাদেশ আ.লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপির মাতার নামানুসারে কুষ্টিয়া শহরের সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশের বিভিন্ন এলাকার আটটি নাম করা দলের অংশগ্রহণে এ খেলা অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ খেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। টান টান উত্তেজনা নিয়ে রাতে সেমি ফাইনালে পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাবকে হারিয়ে ফাইনালে ওঠে চুয়াডাঙ্গা পৌরসভা। চুয়াডাঙ্গার পক্ষে খেলা অংশগ্রহণ করেন সোহেল ও তন্ময়।
পরের সেটে চুয়াডাঙ্গা পৌরসভার দল সবাইকে তাক লাগিয়ে আবারও জয় ছিনিয়ে আনে। খেলায় কুষ্টিয়া সততা কসমেটিকের শ্যামল ও সৌখিন জুটিকে হারিয়ে ফাইনালে জয় পায় চুয়াডাঙ্গা পৌরসভা। পরে বিজয়ীদের মাঝে পুস্কার বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছেলেন চুয়াডাঙ্গা শুভ সকাল স্পোর্টিং ক্লাবের সভাপতি অধ্যক্ষ মাহবুবুল ইসলাম সেলিম, চুয়াডাঙ্গা পৌর সভার প্যানেল মেয়র মুন্সি রেজাউল করিম খোকন, কাউন্সিলর রাশেদুল হাসান, মানোয়ার হোসেন মানু, চুয়াডাঙ্গা পৌরসভার টিমের কোচ রোকুনুজ্জামান রোকন, অ্যাড. তছলিম উদ্দীন ফিরোজ, বকুল আহম্মেদ, আকরাম হোসেন, জেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, ছাত্রলীগ নেতা রমজান, প্রশান্ত প্রমুখ।