কালীগঞ্জে মাদরাসা শিক্ষকের চোখে আঙুল ঢুকালেন সভাপতি

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সদ্য এমপিওভুক্ত নরদহি দাখিল মাদরাসার শিক্ষক লিয়াকত আলীকে চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে আহত করেছেন মাদরাসার সভাপতি লুৎফর রহমান। ওই শিক্ষকের চোখের পাশে ক্ষতের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার দুপুর ১টার দিকে মাদরাসায় এ ঘটনা ঘটে। সভাপতি লুৎফর রহমান নরদহি গ্রামের ইউপি মেম্বার ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
আহত শিক্ষক লিয়াকত আলী মুঠোফোনে জানান, গত শনিবার দুপুরের দিকে মাদরাসার সভাপতি প্রতিষ্ঠানে আসেন। এসময় সহকারী শিক্ষক কামরুজ্জামানের সাথে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে সভাপতি ওই শিক্ষককে মারতে গেলে আমি ঠেকাতে যায়। এসময় তিনি আমার চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দেয় লুৎফর রহমান। চোখের পাশে ক্ষত হয়েছে। যশোর থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছি। এ ব্যাপারে মাদরাসার সুপারের সাথে কথা বলে অভিযোগ দেয়ার কথা বলেন তিনি।
মাদরাসার সুপার মো. ইউসুফ আলী মুঠোফোনে বিষয়টি প্রথমে স্বীকার না করলেও পরে স্বীকার করে বলেন, তেমন কিছু না। আমি অফিসের বাইরে ছিলাম। কথা কাটাকাটি হয়েছে। এটা পত্রিকায় দেয়া ঠিক হবে ভাই?
নরদহি দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি লুৎফর রহমান জানান, সহকারী শিক্ষক কামরুজ্জামানের সাথে একটু কথা কাটাকাটি হয়েছিলো। আরেক শিক্ষক লিয়াকত আলীর চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে আহত করার বিষয়টি তিনি অস্বীকার করেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা জানান, এমন কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।