দামুড়হুদা অফিস: দামুড়হুদায় আন্তঃ শীতকালীন স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুটি ইভেন্টে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। গতকাল বুধবার দামুড়হুদা পাইল উচ্চ বালিকা বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত খেলায় ভলিবলে (ছাত্র) বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয় ২-১ গেমে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ও (ছাত্রী) কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ২-১ গেমে কলাবাড়ি রামনগর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।ব্যাডমিন্টন (ছাত্র-দ্বৈত) সাজ্জাদ হোসেন, রুবেল হোসেন মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় সোহাগ রানা, সুলতান মাহামুদ কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ।
ব্যাডমিন্টন (ছাত্র) একক সাজ্জাদ হোসেন মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় সোহাগ রানা কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। ব্যাডমিন্টন (ছাত্রী-দ্বৈত) ইসরাত জাহান এসা, ফরিয়া আফরিন দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ রানী খাতুন, শান্তনা খাতুন কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।
ব্যাডমিন্টন ছাত্রী একক ইসরাত জাহান এসা দামুড়হুদা গার্লস স্কুল অ্যান্ড কলেজ শান্তনা খাতুন কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলাগুলো পরিচালনা করেন মিরাজুল ইসলাম, ইউসুপ আলী, তানভীর আহমদ, মাহামুদুল হাসান, সৈয়দ মাসুদুর রহমান, ইব্রাহীম হোসেন, আশরাফুল হোসেন ও আ.খালেক।