আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় মাদকব্যবসা ও সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৩ জনের বিনাশ্রম কারাদণ্দেডশ প্রদান করেছে। ৫ ফেব্রুয়ারি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, গতকাল ৫ ফেব্রুয়ারি মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় পুলিশ আলমডাঙ্গা শহরের গোবিন্দপুরের শুকুর আলীর ছেলে সবুজকে (১৮) গাঁজাসহ আটক করে। একই দিন আলমডাঙ্গা স্টেশন এলাকা থেকে প্যাথেডিন ও ইনজেকশনের সিরিঞ্জসহ ২ মাদকসেবীকে পুলিশ আটক করে। এরা হলো গোবিন্দপুর গ্রামের মৃত মসলেম উদ্দীনের ছেলে আনোয়ার হোসেন (৪০) ও আলমডাঙ্গা শহরের বাবুপাড়ার শামসুল আলমের ছেলে তসবির (২৮)। তাদেরকে আটকের পর উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত মাদকব্যবসা ও সেবনের অপরাধে সবুজকে ৪ মাসের এবং আনোয়ার ও তসবিরকে ৬ মাস করে বিনাশ্রম কারাদ-াদেশ প্রদান করে। এসময় আলমডাঙ্গা থানার এসআই আবু নাঈম, এসআই আব্দুর রহিম ও এএসআই হাদিমুল উপস্থিত ছিলেন।