স্টাফ রিপোর্টার: ‘পড়বো বই, গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। আলোচনাসভায় বক্তারা বলেন, বই হচ্ছে জ্ঞানের আলো। আর এ বই পড়েই জীবনকে আলোকিত করা সম্ভব। শুধু সার্টিফিকেট অর্জনের উদ্দেশে বই পড়লে চলবে না। নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বই পড়তে হবে। আমাদের প্রকৃত ইতিহাস জানতে হলে বই পড়ার বিকল্প নেই। আমাদের চারদিকের সবকিছুকে জানতে হলে অবশ্যই বই পড়তে হবে।
চুয়াডাঙ্গায় দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা সরকারি গণগ্রন্থাগারে গিয়ে শেষ হয়। পরে জেলা গণগ্রন্থাগারের অডিটোরিয়ামে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনিরা পারভিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আমজাদ হোসেন, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান ও জেলা কমিটির সদস্য সচিব জুলফিকার মতিন ও চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম। এছাড়া ব্র্যাকের জেলা সমন্বয়কারী ফারুক আহম্মেদ, লাইব্রেরিয়ান আসাদুজ্জামানসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে জাতীয় গণগ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
মেহেরপুর অফিস জানিয়েছে, বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভার মধ্যদিয়ে মেহেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও সরকারি গণগ্রন্থাগার এ অনুষ্ঠানের আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন প্রফেসর হাসানুজ্জামান মালেক, সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন। স্বাগত বক্তব্য রাখেন সহকারী লাইব্রেরিয়ান এমদাদুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ, ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের লাইব্রেরি কর্মকর্তা সৈয়দ আল মাসুদ সিদ্দিকী, আল মাহমুদ শেভন প্রমুখ।
এদিকে এর আগে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে সকালে একটি র্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তৌফিকুর রহমানের নেতৃত্বে র্যালিটি গণগ্রন্থাগার থেকে শুরু হয়ে কলেজ মোড় প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, নুরুল আহমেদ এমদাদুল হক উপস্থিত ছিলেন।