এবার বাউলশিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার: পালাগানে মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে এবার বাউলশিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইমরুল হাসান গত রবিবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে এই মামলা করেছেন। বিচারক আস সামছ জগলুল হোসেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন। সম্প্র্রতি পালাগানের এক আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে রিতা দেওয়ান মহান আল্লাহকে নিয়ে রুচিহীন মন্তব্য করেন বলে অভিযোগ এনে এই মামলা করা হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে এর আগে শরিয়ত বয়াতি নামে আরেক বাউলশিল্পীর বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় অভিযোগ করা হয়, শরিয়ত বয়াতি পালাগানের আসরে ইসলামে গান-বাজনা জায়েজ বলে মন্তব্য করেন। পাশাপাশি তিনি আল্লাহ-রাসুল (সা.) ও ইসলাম নিয়ে আপত্তিকর কথা বলেন। ডিজিটাল আইনে মামলা হওয়ার পর তাঁকে টাঙ্গাইল পুলিশ গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কারাগারে।