দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম আকস্মিক অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত ১১ টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম রোববার নিজ বাড়িতে এশার নামাজ আদায় করেন। নামাজ শেষ হওয়ার পরপরই তার ডান পা ও ডান হাত অবশ হয়ে যায়। কোনভাবেই ডান পা ও ডান হাত তুলতে পারেননি তিনি। পরিবারের লোকজন প্রতিবেশী পল্লী চিকিৎসক সুকুমার বিশ্বাসকে ডেকে আনেন। তার প্রেসার মেপে দেখা যায় ২০০ বাই ১১০। সাথে সাথে তাকে প্রেসারের ওষুধ খাওয়ানো হয়। কিন্তু তার শারিরীক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার বেশকিছু পরীক্ষা নিরীক্ষা করেন। তবে প্রতিটি রিপোর্ট ভালো বলে জানান শহিদুলের বড় ভাই ব্যাংকার শাহাবুল ইসলাম। বর্তমানে তিনি অনেকটা সুস্থ। তবে আরও দু-একদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকবে বলেও জানান তিনি। খবর পেয়ে নিকটাত্মীয়-স্বজন ও দলীয় কর্মী সমর্থকরা ছুটে যান হাসপাতালে। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তাকে দেখতে যান দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলি মুনছুর বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন। এদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামের আশু সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।