মাথাভাঙ্গা মনিটর: একই সিরিজে দুইবার শাস্তির মুখে পড়ে বিপাকে টিম ইন্ডিয়া। তিনদিনের ব্যবধানে এই শাস্তির সম্মুখীন হতে হয় বিরাট কোহলিদের। অথচ ২০১৪ সালের আগস্টের পর চলতি বছরের জানুয়ারি পর্যন্ত একবারও আইসিসি কর্তৃক কোনো দলীয় শাস্তি পেতে হয়নি কোহলি-রোহিতদের। গত ৩১ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে স্লো ওভার রেটের জন্য ম্যাচ ফি’র ৪০ শতাংশ কেটে রাখা হয় কোহলিদের। এই রেশ কাটতে না কাটতেই আবারও শাস্তির মুখোমুখি রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এবার শাস্তি পেতে হয়েছে পঞ্চম ম্যাচের জন্য। এ ম্যাচে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি বিশ্রামে থাকায় দলের নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। এই ম্যাচও জয় নিয়েই মাঠ ছাড়ে রোহিতের দল। তবে কোহলির মতো স্লো ওভার রেটে তিনিও ধরা পড়েছেন। গত রোববার নির্ধারিত সময়ের মধ্যে ১ ওভার কম করেছে ভারত। যে কারণে সোমবার তাদের ম্যাচ ফি’র ২০ শতাংশ কেটে রাখার শাস্তি ঘোষণা করেছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রোড।