আলমডাঙ্গার বড়গাংনীতে চেয়ারম্যান ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও আলোচনাসভা

 

আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার বড়গাংনীতে চেয়ারম্যান ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে বড়গাংনী বাজারে চেয়ারম্যান ভেলা সংলগ্ন এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন বিডিআর। প্রধান অতিথি ছিলেন গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আবু তাহের আবু। খেলা পরিচালনা করেন আমান উল্লাহ ও মনিরুল ইসলাম। খেলায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার সিরাজনগর একাদশ ও মোচাইনগর একাদশ মুখোমুখি হয়। ২-১ গেমে মোচাইনগর একাদশকে পরাজিত করে সিরাজনগর একাদশ জয়ী হয়েছে। বিজয়ী দলকে বড় ট্রফি ও নগদ অর্থ ও রানারআপ দলকে ছোট ট্রফি ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান ভেলার স্বত্বাধিকারী রহুল আহমেদ, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, গাংনী ইউপি সদস্য নজরুল ইসলাম, মাসুম আলী, মুজিবুল হক, দিদারুল ইসলাম, সেলিম রেজা সেন্টু, মাসুদ রানা, জাফর আলী, এমদাদুল হক দাদুল, মারুফ হোসেন, মুক্তার আলি, মাসুদ হোসেন, লিটন খান, বিল্টুর রহমান, মারুফ হোসেন, সৌমিক হাসান পিন্স, সাজু আহমেদ, মফিজ উদ্দিন, তানজিল হোসেন তুষার আহমেদ, শান্ত আহমেদ, মিল্টন আহমেদ, আব্দুর রশিদ, পলাশ আলী, আবু সাঈদ আব্দুল্লাহ ওমর মিটন মিয়া, আলতাফ হোসেন, সেলিম মুন্সি, রোকনুজ্জামান, সোহেল রানা প্রমুখ। খেলায় ধারাভাষ্য ছিলেন হাসানুজ্জামান কালু।