মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরের কেদারগঞ্জ বাজার ব্যাডমিন্টন ক্লাব টুর্নামেন্টে তানসিন ও সাঈদ জুটি জয়ী হয়েছেন। গত রোববার রাত সাড়ে ১১টায় কোদারগঞ্জ বাজারের ভূমি অফিস চত্বরে ১৬টি দলের অংশগ্রহণে দু’দিনব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলায় দারিয়াপুর স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্টের তানসিন ও সাঈদ জুটি ২০-১৪ পয়েন্টে দারিয়াপুর লিচুতলা টুর্নামেন্টের সাইদ ও লিমন জুটিকে পরাজিত করে। আয়োজক কমিটির সভাপতি কুতুবউদ্দীন, সাধারণ সম্পাদক আবু শাহিন সাগর, প্রকৌশলী শামীম রেজা, জেলা খাদ্য পরিদর্শক আবু সাহেদ মো. হুমায়ুন কবির, প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, গোলাম বিশ্বাস, বিশিষ্ট ব্যবসাহী আব্দুল মান্নান খোকন ও জাহিদ হাসান রাজিবসহ বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করে। সঞ্চালনায় ছিলেন জুলফিক্কার আলী।