দামুড়হুদায় কৃষকের মাঝে নগদ অর্থ প্রদান

দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় রাজস্ব খাতের আওতায় প্রদর্শনী প্লটে অন্তবর্তীকালীন পরিচর্যার জন্য কৃষকদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু প্রধান অতিথি হিসেবে ৫০ জন কৃষকের হাতে এক হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেন। এ সময় তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখি-সম্মৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখেছিলেন তারই সুযোগ্য কন্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করে চলেছেন। তিনি বাংলাদেশকে একটি সুখি সম্মৃদ্ধ উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তারই নিরলস প্রচেষ্টায় এদেশ বর্তমানে একটি মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে। ‘গ্রাম হবে শহর’ প্রধানমন্ত্রীর ঘোষিত নির্বাচনী ইশতেহার আজ বাস্তবায়নের পথে। তিনি আরও বলেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ। প্রতিনিয়ত আবাদী জমির পরিবার কমে গেলেও দেশে কোনো খাদ্য ঘাটতি নেই। দেশে এখন আর কেউ না খেয়ে থাকে না। দেশ এগিয়ে যাচ্ছে আর কৃষকরা পেছনে পড়ে থাকবে তা হয় না। বিষয়টি বিবেচনায় নিয়ে বর্তমান সরকার কৃষকদের বিনামূল্যে সার ও বীজ দিচ্ছে। পাশাপাশি ফসল পরিচর্যার জন্য নগদ অর্থও দিচ্ছে। শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টা এবং কৃষি বিভাগের নতুন নতুন উদ্ভাবনীর ফলেই এটি সম্ভব হয়েছে। শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেই কৃষকের ভাগ্যের পরিবর্তন হয় বলেও অভিমত ব্যক্ত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম. নুরুন্নবী, দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি বখতিয়ার হোসেন বকুল, উপসহকারী কৃষি কর্মকর্তা সোহারাব হোসেন, ইউপি সদস্য রেজাউল হক প্রমুখ।