স্টাফ রিপোর্টার: অমর একুশে গ্রন্থমেলায় লোকসাহিত্যে ড. সাইমন জাকারিয়া ২০১৯ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেছেন। তিনি এ পুরস্কারে ভূষিত হওয়ায় চুয়াডাঙ্গা আলমডাঙ্গার খোদা বকশ শাহ স্মৃতি পরিষদ ও আব্দুল লতিফ গবেষণা ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি আব্দুল লতিফ শাহ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
গত ২ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় বইমেলায় জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রথান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড. সাইমন জাকারিয়ার হাতে বাংলা একাডেমি লোকসাহিত্য পুরস্কার তুলে দেন। সাইমন জাকারিয়া চুয়াডাঙ্গার আলমডাঙ্গা জাহাপুরের বাউল শিল্পী আব্দুল লতিফ শাহের বড় জামাই এবং খোদা বকশ শাহের নাতি জামাই।
এবারের বইমেলায় পুরস্কৃত লেখকরা হলেন, লোকসাহিত্যে ড. সাইমন জাকারিয়া, কবিতায় মাকিদ হায়দার, উপন্যাসে ওয়াসি আহমেদ, প্রবন্ধ ও গবেষণায় স্বরোচিষ সরকার, অনুবাদে খায়রুল আলম সবুজ, নাটকে রতন সিদ্দিকী, কিশোর সাহিত্যে রহিম শাহ, মুক্তিযুদ্ধবিষয়ক সাহিত্যে রফিকুল ইসলাম, বিজ্ঞান উপন্যাসে নাদিরা মজুমদার ও ভ্রমণ সাহিত্যে ফারুক মঈনউদ্দীন।