স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার হাজরাহাটিতে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে হাজরাহাটি যুব উন্নয়ন সংগঠন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের সকল বিষয়ে পারদর্শী করে গড়ে তুলতে হবে। আর সেটি হতে হবে সঠিক পন্থায়। এ জন্য প্রত্যেক পিতা-মাতাকে সবসময় সন্তানদের খেয়াল রাখতে হবে এবং সঠিকভাবে পরিচর্যা করতে হবে। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘এখন যদি তোমরা ভালোভাবে পড়াশোনা করো ও এ সময়টা সঠিকভাবে কাজে লাগাও তাহলে ভবিষ্যতে তোমরা ভালো থাকবে। ভালোভাবে পড়াশোনা করলে তোমাদের চাকরি খোঁজা লাগবে না, চাকরি তোমাদের খুজে নেবে’। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, পৌর আওয়ামী লীগের সভাপতি এবিএম জহুরুল হক জোয়ার্দ্দার, পৌর কাউন্সিলর রাশেদুল হাসান মানু, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাজামাল মুন্সি। হারেজ উদ্দিন ম-লের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজি হাফিজুর রহমান জোয়ার্দ্দার ও শফি উদ্দিন ম-ল।