স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, প্রকৌশল অধিদফতরের আওতাধীন বাংলাদেশ সরকার, সহায়তাপুষ্ট তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজিআইআইপি-৩), প্রকল্পের প্রকল্প পরিচালক একেএম রেজাউল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার খাঁন মোহাম্মদ গোলাম রব্বানী ও প্রজেক্ট ম্যানেজার সামসুল ইসলাম চুয়াডাঙ্গা পৌরসভা পরিদর্শন করেছেন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা পৌরসভায় পৌছুলে পৌর পরিষদ ও কর্মকর্তা কর্মচারীরা তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে তারা চলমান প্রকল্পের উন্নয়নমূলক কাজ ও দাফতরিক বিভিন্ন বিষয় নিয়ে মেয়র, কাউন্সিলর ও পৌর কর্মকর্তা এবং অত্র পৌরসভায় নিয়োিজত প্রকল্পের সংশ্লিষ্ট স্টাফদের সাথে পৌরসভা মিলনায়তনে পৌরসভার উন্নয়ন কাজের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন ও চলমান কাজের খোঁজ খবর নেন এবং প্রকল্পের নথিপত্র পর্যালোচনা করেন। অতঃপর দিনব্যাপী উক্ত প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন ও বাস্তবায়িত রাস্তা, ড্রেন, পানি সরবরাহ পাইপ লাইন, স্লাম উন্নয়ন কাজ এবং সড়কবাতি সরেজমিনে পরিদর্শন করেন। এছাড়াও প্রকল্পের অর্থায়নে স্যানিটারি ল্যান্ড ফিল্ডের জন্য ক্রয়কৃত জমি পরিদর্শন করেন। পরিদর্শনকালে অত্র পৌরসভার বাস্তবায়িত সকল কাজের গুণগত মান পরীক্ষা করেন এবং কাজের মান ভালো হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। আগামীতে প্রকল্পের কাজ একইভাবে বাস্তবায়ন করার জন্য নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, প্যানেল মেয়র মুন্সি রেজাউল করিম খোকন, কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক, রাসেদুল হাসান মানু, জাহাঙ্গীর আলম, গোলাম মস্তফা শেখ মাস্তার, সিরাজুল ইসলাম মনি, আবুল হোসেন, শেফালি খাতুন, নাজরিন পারভীন মলি, শাহিনা আক্তার রুবি, নির্বাহী প্রকৌশলী, আয়ুব আলী বিশ্বাস, সচিব কাজী শরিফুল ইসলাম, সহকারী প্রকৌশলী (পূর্ত) হাফিজুর রহমান কাওছার, সহকারী প্রকৌশলী (পানি) এএইচএম সাহীদুর রশীদ, বস্তি উন্নয়ন কর্মকর্তা কেএম আব্দুস সবুর খান, উপ-সহকারী প্রকৌশলী আল-আমিন কবির, প্রকল্পের মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার নুরুল্লাহ আল সাদরী, উপ-সহকারী প্রকৌশলী, আব্দুল কাদের, নাসরিন সুলতানা সীমা, সিডিএ নাজমুল হোসেন, পৌরসভার পাইপ লাইন মেকানিক্স আব্দুল জামিল, কমিউনিটি ফিল্ড ওয়ার্কার আইনাল হোসেন, আলী রেজা, চলমান পানির পাইপ লাইন ও ওভারহেড ট্যাংক নির্মাণের ঠিকাদারের ম্যানেজার ফারুক মোল্লা এবং ইঞ্জিনিয়ার ফোরকান মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন জ্যাকি, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, সদর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান, সহসভাপতি সুমন, ছাত্রলীগ নেতা লাবন, সবুজ, সজিব, সানজিদ, কানন, হৃদয়, রুবেল, তন্ময়, শাওন, রাজিব, ইমদাদ প্রমুখ। প্রতিনিধিদল বেলগাছি মুসলিমপাড়া স্লাম পরিদর্শন ও স্লামবাসীর খোঁজ-খবর নেন এবং চলমান কাজের ব্যাপারে তাদের বক্তব্য গ্রহণ করেন।