জীবননগর আন্দুলবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালক  নিহত

জীবননগর ব্যুরো/আন্দুলবাড়িয়া প্রতিনিধি: গুরু জব্বার ফকিরের চিকিৎসকের নিকট আর নিয়ে যাওয়া হলো না শিষ্য আবুল হাশেমের (৪২)। জীবননগরে মোটরসাইকেলযোগে আসতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন শিষ্য হাশেম। দুর্ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গী গুরু জব্বার ফকির (৪৬)। গতকাল মঙ্গলবার সকালে রাজশাহী থেকে খুলনাগামী ডাউন সাগরদাঁড়ি ট্রেনের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত জুড়ন ম-লের ছেলে আবুল হাশেম ও করচাডাঙ্গা গ্রামের মৃত গণি ফকিরের ছেলে জব্বার ফকির দু জন গুরু-শিষ্য। গুরু জব্বার ফকির অসুস্থ হওয়ায় তাকে চিকিৎসার জন্য মোটরসাইকেলযোগে জীবননগরে চিকিৎসকের নিকট নিয়ে আসছিলেন। সকাল সাড়ে ১০ টার দিকে পাঁকা-আন্দুলবাড়িয়া সড়কের গ্যাং কোয়ার্টার গেট রেললাইন অতিক্রমকালে রাজশাহী থেকে খুলনাগামী ডাউন-৭৬২ আন্তঃনগর আপ ট্রেন সাগরদাঁড়ির ধাক্কায় আবুল কাশেম ঘটনাস্থলেই নিহত হন এবং জব্বার ফকির গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাশেমকে মৃত ঘোষণা করেন। আহত জব্বার ফকিরকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আবুল হাশেমের সুরতহাল রিপোর্ট করেন রেলওয়ে পুলিশের দর্শনার সাব-ইন্সপেক্টর জিয়া। প্রশাসনের অনুমতি নিয়ে বিনা ময়তদন্তে বাদ এশা আবুল হাশেমকে করবস্থানে দাফন করা হয় বলে জানা গেছে।