স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ৫ দিনব্যাপী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ৪র্থ বারের মতো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সভাপতি ও জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা চাঁনমারী মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিগণ জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন, ক্রীড়া পতাকা উত্তোলন করেন। এছাড়া মশাল প্রজ্জ্বলন, শ্বেত কোপত অবমুক্ত করণ ও খেলোয়াড়দের মনোজ্ঞ মার্চপাস্টের মধ্যদিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, পড়ালেখার পাশাপাশি নিয়মিত শরীর চর্চার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে হবে। সবসময় এক ঘেয়েমি লেখাপড়ার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ বাঁধাগ্রস্ত হয়। তাই নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলার মাধ্যমে নান্দনিক বিকাশ এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তবেই লেখাপড়ার আসল উদ্দেশ্য হাসিল হবে।” উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াহ ইয়া খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভিন, এনডিসি সিব্বির আহম্মেদ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার। সভাপতিত্ব করেন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান। ৫দিনব্যপী ৮১টি ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।