নায়ক রঞ্জিত মল্লিকের সাথে সাংস্কৃতিক সংগঠকের নেতা সুকলালের সৌজ্যন সাক্ষাৎ

Exif_JPEG_420

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার কৃতিসন্তান সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠকের নেতা রবিউল হোসেন সুকলাল ভারতের কোলকাতায় টালিউডের জীবন্ত কিংবদন্তি নায়ক রঞ্জিত মল্লিকের সাথে আমন্ত্রিত অতিথি হয়ে সাক্ষাৎ করেছেন। গত রোববার ২৬ জানুয়ারি রবিউল হোসেন সুকলাল বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার কৃতিসন্তান ম্যাপ এগ্রোর চেয়ারম্যান ড. এ.আর মালিকের প্রতিনিধি হয়ে তিনি ওপার বাংলার মহানায়কের সাথে সাক্ষাৎ করে নিজ বাসভবনে। রবিউল হোসেন সুকলাল তার এই সফরের বিষয়ে বলেন, দাদা রঞ্জিত মল্লিক তিনি আমাকে বাংলাদেশের অনেক নায়ক নায়িকার কথা উল্লেখ করেছেন; যারা বাংলাদেশের চলচিত্রের জনপ্রিয় নায়ক-নায়িকা। রঞ্জিত মল্লিককে চুয়াডাঙ্গা জেলায় আসার জন্য আমন্ত্রণ করেছেন ড. এ.আর মালিকের পক্ষে রবিউল হোসেন সুকলাল। তিনি আমন্ত্রণ গ্রহণও করেছেন বলে সুকলাল জানান। চলতি বছরেই দাদা রঞ্জিত মল্লিক তার স্ত্রী ও মেয়ে নায়িকা কোয়েল মল্লিক একত্রে চুয়াডাঙ্গাতে আসবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে সুকলালকে যোগাযোগ স্থাপন করার জন্য জানিয়েছেন। রবিউল হোসেন সুকলালের মাধ্যমে রঞ্জিত মল্লিক চুয়াডাঙ্গা জেলাবাসীকে অভিনন্দন জানিয়েছেন।