মাথাভাঙ্গা ডেস্ক: চীনের উহান অঞ্চল থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে বিভিন্ন দেশে করোনাভাইরাস আক্রান্তের খরব পাওয়া গেছে। এশিয়া মহাদেশের দেশগুলোসহ পশ্চিমা বিশ্ব এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। সব দেশের পক্ষ থেকে নেয়া হচ্ছে সতর্কতামূলক ব্যবস্থা। মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলোর একটি তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন। এতে শীর্ষে রয়েছে চীন। দেশটিতে এ ভাইরাস আক্রমণে মারা গেছে এ পর্যন্ত ১০৬ জন। আক্রান্তের সংখ্যা সাড়ে ৪ হাজারের বেশি। এর পরই রয়েছে চীনের আধা-সায়ত্তশাসিত শহর হংকং-৮ ও চীনের আরেকটি বিশেষ প্রশাসনিক শহর মাকাওতে আক্রান্তের সংখ্যা ৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া বিভিন্ন দেশে করোনাভাইরাস আক্রমণ করেছে। দেশগুলো হল- অস্ট্রেলিয়া-৫, কম্বোডিয়া-১, কানাডা-১, ফ্রান্স-৩, জার্মান-১, জাপান-৪, মালয়েশিয়া-৪, নেপাল-১, সিঙ্গাপুর-৫, দক্ষিণ কোরিয়া-৪, শ্রীংলকা-১, থাইল্যান্ড-৮, তাইওয়ান-৪, যুক্তরাষ্ট্র-৫ ও ভিয়েতনামে ২ জন। এ দিকে ভারতের গণমাধ্যম ইকোনোমিক টাইমস মঙ্গলবার জানিয়েছে, করোনাভাইরাস সন্দেহে কেরালার বিভিন্ন হাসপাতালে ৫ জনকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।