স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠে পরিষ্কার পরিচ্ছন্নতা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও শ্রেণিভিত্তিক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এনজিও সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে এবং পিকেএসএফের সহযোগিতায় স্কুল পর্যায়ে কৈশোর কর্মসূচির আওতায় এসব কর্মসূচি বাস্তবায়িত হয়। প্রোগ্রাম অফিসার ইশরাত জাহানের নেতৃত্বে বিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয় বিনামূল্যে। এর আগে ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ মিলে বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। পরে শ্রেণিভিত্তিক সহায়তা উপকরণ বিতরণ করা হয়। সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতিকুল হক বুলবুল, সহকারী শিক্ষক আতিকুর রহমান শাহীন, রাজিয়া সুলতানা, সখের বানু, মফিজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদ আলী মোল্লা।