স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার রয়েল এক্সপ্রেসের নৈশকোচের তিন যাত্রীকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত ১০টার দিকে ১২০ বোতল ফেনসিডিলসহ তাদেরকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাদেরকে সদর থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ময়মনসিংহ জেলার গফরগাও থানার কান্দি গ্রামের আরফান আলীর ছেলে হৃদয় মিয়া (২২), ঢাকা মিরপুর ১৩ নাম্বার এলাকার জাকির হোসেনের ছেলে জুয়েল হোসেন (২০) ও পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার তারাবুনিয়া গ্রামের দুলাল ব্যাপারীর ছেলে বর্তমানে ঢাকা ভাষানটেক নতুনবস্তির বাসিন্দা সুজন ব্যাপারী (২৫)।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে চুয়াডাঙ্গার রয়েল এক্সপ্রেসের নৈশকোচে তিনজন যাত্রী বেসে ফেনসিডিল পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবু বক্কর সিদ্দিক, এএসআই রজিবুল হক সঙ্গীয় ফোর্সসহ রয়েল কাউন্টারের সামনে অভিযান চালান। এসময় তিনটি স্কুল ব্যাগসহ হৃদয় মিয়া, জুয়েল হোসেন ও সুজন ব্যাপারী নামের তিন যাত্রীকে আটক করা হয়। ব্যাগ থেকে উদ্ধার করা হয় ১২০ বোতল ফেনসিডিল। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাদের চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।