সভাপতি উত্তম দেবনাথ সাধারণ সম্পাদক নিমু ম-ল
দর্শনা অফিস: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের দামুড়হুদা উপজেলা ও দর্শনা পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি উত্তম রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক জেমস নিমু ম-ল, দর্শনা পৌর শাখার সভাপতি সমির কুমার সরকার ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন অনন্ত সান্তারা মঙ্গল। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে দর্শনা পুরাতন বাজার মন্দিরে অনুষ্ঠিত এ সম্মেলনের সভাপতিত্ব করেন উত্তম রঞ্জন দেবনাথ। প্রধান অতিথি ছিলেন, জেলা কমিটির সভাপতি মার্টিন হিরোক চৌধুরী। বিশেষ অতিথি জেলা কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত সিংহ রায়, জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক দেবেন্দ্রনাথ দোবে বাবু লাল। অনন্ত সান্তারা মঙ্গলের উপস্থাপনায় বক্তব্য অন্যান্যের মধ্যে আলোচনা করেন, প্রশন্ত কর্মকার, বিপুল দাস, স্বরূপ কুমার দাস, নমিতা মালাকার, চন্দ্রনা চক্রবর্তী, নিত্যনন্দ চক্রবর্তী, নারায়ন সরকার, দিপেন ঘোষ, মি. প্রণব ম-ল, জেমস শামিন ম-ল জজি, আনন্দ সেন, বিষ্ণু হালদার, সুকুমার হালদার, ডা. নারায়ন চন্দ্র বিশ্বাস, বিজয় শিল, পুলক বিশ্বাস প্রমুখ। এ সভায় সর্বসম্মতিক্রমে দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি উত্তম রঞ্জন দেবনাথ, সহসভাপতি ডা. নারায়ন চন্দ্র বিশ্বাস, শান্তি বিশ্বাস, দিপেন ঘোষ, রবীন কাটারী, সাধারণ সম্পাদক মি. জেমস নিমু ম-ল, যুগ্মসম্পাদক বিপুল কুমার দাস, অসিম কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক প্রশন্ত কর্মকার ও মি. প্রণব ম-লকে কোষাধ্যক্ষ করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেয়া হয়েছে। এ ছাড়া দর্শনা পৌর শাখার সভাপতি সমির কুমার সরকার, সহসভাপতি শৈলেন শান্তারা, সদেব দাস, জাদব ম-ল, শিবু ম-ল, সাধারণ সম্পাদক অনন্ত সান্তারা মঙ্গল, যুগ্মসম্পাদক সমরেশ পাত্র, নারায়ণ সরকার, রতন বাঁশফোড়, সাংগঠনিক সম্পাদক জেমস শামীন ম-ল জজি, ও দেবুতোষ বিশ্বাসকে কোষাধ্যক্ষ করে ৭১ সদস্য বিশিষ্ট দর্শনা পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।