আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের অপরাদে পাঁচকমলাপুরের রিপন আলীকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। গতকাল শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেড ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলার পাঁচকমলাপুর গ্রামের মৃত আনোয়ারের ছেলে রিপন আলী (৩৫) দীর্ঘদিন মাদকদ্রব্য গাঁজা সেবন করে আসছিলো। রিপন নিয়মিত ভোগাইল বগাদী ইদ্রিস ফকিরের আখড়ায় গিয়ে গাঁজা সেবন করে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রিপনকে মাদক সেবনের অপরাধে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার এসআই হেলেনা পারভীন সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।