স্টাফ রিপোর্টার: ভারতের পশ্চিমবঙ্গের অভাগিনীখ্যাত নায়কা চুমকি চৌধুরী এখন চুয়াডাঙ্গায়। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে তিনি চুয়াডাঙ্গায় এসে পৌছেছেন। চুয়াডাঙ্গার কৃতি সন্তান দেশ বিদেশের অসংখ্য সম্মাননায় ভূষিত ড. এআর মালিকের আমন্ত্রণে চুমকি চৌধুরী তার স্বামীসহ কয়েকজনের সফর সঙ্গী নিয়ে এসেছেন। এ সময় ড. এআর মালিকসহ সংশ্লিষ্টরা তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। পরে ড. এআর মালিক ইংলিশ মিডিয়াড স্কুলে সংক্ষিপ্ত পরিচয় পর্ব শেষে বিকেলে রওনা দেন দামুড়হুদার ইব্রাহিমপুরের মেহেরুন নেছা পার্কে। সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন চুমকি চৌধুরীসহ অতিথিবৃন্দ। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. এআর মালিক। বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হবি, চুমকি চৌধুরী, তার স্বামী বিশিষ্ট অভিনেতা সজল ভট্টচার্য্য, পরিচালক অমল রায় ঘটক ও তার সহধর্মিনী পাপীয়া রায় ঘটক, চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরুল ইসলাম মালিক ও আন্তর্জাতিক সাহিত্য সংগঠক কার্পাসডাঙ্গা রবিউল হক সুকলাল। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে দর্শক মাতিয়ে তোলেন চুমকি চৌধুরী। এছাড়াও গান পরিবেশন করেন হিরণ উর-রশিদ শান্ত, লাম ইয়া, আজিম উদ্দিন মৃধা, পাকি সরকার, আব্দুর রহমান ও সজল মুক্তার। আজ শনিবার সকালে ড. এআর মালিক ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদেরকে নিয়ে চুমকি চৌধুরীর সাথে খোলামেলা আলোচনার সুযোগ সৃষ্টি করা হতে পারে।
প্রসঙ্গত: চুমকি চৌধুরী ১৯৯০ সালে ‘হিরক জয়ন্তী’ সিনেমা দিয়ে অভিনয় শুরু করেন। তার অভিনীত বড় বউ, মেজ বউ, অভাগিনী, পুজা ও লোফারসহ বহু দর্শক নন্দিত সিনেমা রয়েছে।