আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানাপাড়া তরুণ সংঘের আয়োজনে গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় থানাপাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে হাড়ি ভাঙ্গা, সুই-সুতা, বালিস খেলা ও কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক সাঈদ হীরনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন, আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মীর শফিকুল ইসলাম, জেলা কৃষকলীগের সহসভাপতি আশাদুল ইসলাম, বিশিষ্ঠ ব্যবসায়ী ইমদাদুল হক হিমেল, মাহাদুল হাসান চঞ্চল, মীর ফরহাদ হোসেন। ক্রীড়া ব্যক্তিত্ব মাসুদ রানা তুহিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব মীর আসাদুজ্জামান উজ্জ্বল, শফিউল হাসান মিলন, মাহাবুল মেম্বার, তপু, সাদ্দাম, শেখ শাকিল, মিয়াদ, ড্যানি, রাসেল, আশিক প্রমুখ।