গাংনী প্রতিনিধি: জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপে খেলা পরিচালনার জন্য রেফারিজ কমিটিতে জায়গা করে নিয়েছেন মেহেরপুরের রেফারি আলী আব্বাস। গাংনী উত্তরপাড়ার বাসিন্দা ফুটবলপ্রেমী আব্বাস আলী জাতীয় পর্যায়ে খেলা পরিচালনার সুযোগ পাওয়ায় এলাকার ক্রীড়াপ্রেমীদের মাঝে আনন্দের বন্যা বইছে। গতকাল থেকে দেশের ৬টি ভেন্যুতে শুরু হয়েছে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ। চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। খেলা পরিচালনার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) রেফারিজ কমিটি গঠন করেছে। এ কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন আলী আব্বাস। মানিকগঞ্জের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তিনি খেলা পরিচালনার দায়িত্ব পেয়েছেন। আব্বাস আলী বাফুফে তালিকাভুক্ত রেফারি। মেহেরপুর জেলাসহ আশপাশের জেলায় বিগত কয়েক বছর ধরে সুনামের সাথে ফুটবল খেলা পরিচালনা করে আসছেন। ফুটবলের প্রতি নেশা থেকেই পেশায় প্রবেশ করেছেন বলে জানান তিনি। জাতীয় পর্যায়ে খেলা পরিচালনার চ্যালেঞ্জে সফল হতে সকলের দোয়া কামনা করেছেন তিনি।